ওয়াসিফা লস্কর, ডায়মন্ড হারবার: রায়দিঘী জেটিঘাটে উল্টালো ধানবোঝাই নৌকা, নৌকা উল্টানোর পর নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে উঠে বাঁচল মাঝি সহ ৩ জন। শনিবারের শীতের সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনশ্যামনগর থেকে ৪০০ বস্তা ধানসমেত মা সারদা নামক একটি নৌকা শুক্রবার রাত্রেই রায়দিঘী জেটিঘাটে নোঙর করে। রাত্রে ভাটার টান থাকায় নৌকার উপরই সারারাত কাটানোর সিদ্ধান্ত নেন নৌকার মাঝি তপন জানা। ভোররাত নাগাদ নৌকার খোলে জল উঠতে দেখেন মাঝি। এরপর মাঝি নৌকাতে থাকা বাকি ২ জনকে ঘটনার কথা জানালে তিনজন মিলে নৌকার ছিদ্র খুঁজতে শুরু করেন। তবে সকাল ৯ টা নাগাদ পূর্ণ জোয়ার উঠলে নৌকাটি ধীরে ধীরে সম্পূর্ণ নিমজ্জিত হতে থাকে। তখনই নৌকা থেকে তিনজন লাফ মেরে পাড়ে উঠে প্রাণে বাচেন বলে খবর। এদিকে নৌকা ডোবার খবর শুনেই রায়দিঘী ফিশারম্যান ওনার অ্যসোশিয়েশানের তরফ থেকে ডুবন্ত নৌকাকে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে নৌকাটিকে শক্ত দড়ি দিয়ে বেধেঁ জেটিঘাটে বেধেঁ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত নৌকাটিকে দড়ি দিয়ে বেধেঁ রাখা হয় জেটির সাথে। তা স্বত্ত্বেও নৌকাটি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। এই ঘটনায় ৪০০ বস্তা ধান সম্পূর্ণ মনি নদীর গর্ভে চলে গিয়েছে বলে খবর। ঘটনায় আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ধানের মালিক মানস কুমার খাটুয়া। বর্তমানে ভাটার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানা যায়। ভাটা পড়লেই নৌকাটিকে তোলার চেষ্টা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct