আপনজন ডেস্ক: আরব আমিরাতের তরুণী তরুণী জাহরা লরি এবার নজর কাড়লেন। ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ৩০ মহিলা নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশ্বের প্রথম হিজাবি স্কেটার মধ্যপ্রাচ্যের তরুণী জাহরা লরি। আবুধাবিতে জন্ম ও বেড়ে ওঠা এ অ্যাথলেট বলেছেন, আমি বিশ্বকে দেখাতে চেয়েছি মুসলিম নারীরাও কোনো অংশে কম যান না।
মুসলিম নারীদের অনুপ্রেরণা দিতেই তিনি হিজাব পরে স্কেটিং করেছেন। আবুধাবিতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা। ২০১৭ সালে তিনি আন্তর্জাতিক আসরে প্রথম মহিলা হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন।
২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় জাহরা লরি হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় বিচারকদের বাধার মুখে পড়েন।
বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোচনা হলে ক্রীড়া পোশাক তৈরির প্রতিষ্ঠান নাইকি এ সমস্যা সমাধানে এগিয়ে আসে। এ বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ মহিলা নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের এ প্রথম হিজাবি তরুণী।
হিজাবি স্কেটার মধ্যপ্রাচ্যের তরুণী জাহরা লরি বলেন, আমার হিজাব ছাড়া আমি জহরা লরি হতে পারতাম না। আমার হিজাবটি আমার একটি অংশ। প্রথমবার আমি হিজাব প্রতিযোগিতা করেছি, আমি এর বেশি কিছু ভাবিনি। এটি একটি অপ্রতিরোধ্য অনুভূতি এবং ব্যাখ্যা করা খুব কঠিন। কারণ আমি বিশ্বকে দেখাতে চেয়েছিলাম আমিরাতের মহিলারাও অনেক কিছুই পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct