আপনজন ডেস্ক: বাজেট পাস করতে না পারার জটিলতায় ভেঙে পড়ল ইসরাইলের সরকার। শীঘ্রই আবারও নির্বাচন হতে চলেছে দেশটিতে। যা হবে গত দুই বছরের মধ্যে তাদের চতুর্থ জাতীয় নির্বাচন। সরকার ভেঙে পড়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন জোটসঙ্গী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টজ উভয়ই একে অপরকে দায়ী করেছেন। মাত্র সাত মাস আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোট সরকার গড়েছিলেন তারা।
এদিন নেতানিয়াহু প্রতিপক্ষকে আক্রমণ করে বলেছেন, 'ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছে এবং করোনা সংকটের মধ্যেই আমাদের অপ্রয়োজনীয় নির্বাচনে টেনে এনেছে। আমরা নির্বাচন চাইনি এবং এর বিরুদ্ধে ভোটও দিয়েছিলাম।কিন্তু আমরা নির্বাচনে ভীত নই, কারণ আমরাই জিতব।’অন্যদিকে বেনি গান্টজ ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উল্লেখ করে বলেছেন, ‘আমার আফসোস, প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ নয়, তার বিচার নিয়ে ব্যস্ত। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পরিবর্তে গোটা দেশকে অনিশ্চয়তার মধ্যে টানতে প্রস্তুত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct