এহসানুল হক, সন্দেশখালি: মানবিকতা রক্ষার লড়াইকে শক্তিশালী করতে সন্দেশখালিতে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ,সামাজিক ন্যায় মঞ্চ ও সংখ্যালঘু সংগঠন(আওয়াজ) এর উদ্যোগে এক সমাবেশ সংগঠিত হয়। আদিবাসী নৃত্য শিল্পীদের অসাধারণ গান ও নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হল আজ। উদ্বোধন করেন অধ্যাপক পুলক চক্রবর্তী।
এছাড়াও বক্তব্য রাখেন আদিবাসী অধিকার মঞ্চের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। কনভেনশনের সভাপতিমন্ডলী সন্তোষ বিশ্বাস,মজিদ মোল্লা,ক্ষুদিরাম সরদার,বিনন্দ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদীপ্ত সরকার,সুবাস সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করলেন সমাজসেবী বিলাশ বর্মন। কনভেনশন থেকে শিক্ষার দাবি,কাজের দাবি,শিশু জন্মানোর পর মা শিশুর সঠিক স্বাস্থ্য চিকিৎসার দাবি,একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে,মজুরি ছয়শো টাকা করতে হবে,বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবি,হারিয়ে যাওয়া পাট্টা জমি ফিরিয়ে দিতে হবে,ভূমিহীনদের পাট্টা দিতে হবে,বাসস্থানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি দাবি দাওয়া তুলে ধরা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct