বাবলু প্রামাণিক, ক্যানিং: মঙ্গলবার দুপুরে ক্যানিং মাতলা নদীর চড়ে অবৈধ ভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি করার অভিযোগে পুলিশ ৪ জনকে গরফতার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ডাবু গ্রামের বাসিন্দা সমীর সরদার,রবীন বেরা সহ আরও ২ জন গোপনে ডাবু এলাকায় মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভাবে মাছের ভেড়ি তৈরি করছিল।
আর এই খবর পুলিশ গোপনে পেয়ে ক্যানিং থানার আই সির নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম সোমবার সারাদিন অভিযান চালিয়ে সমীর সরদার,রবীন বেরা সহ আরও ২ জনকে গ্রেফতার করে।ধৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বেশ কিছু অসাধু লোকজনের নাম।পাশাপাশি স্থানীয় মানুষজন ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন ক্যানিং মহকুমা শাসক কার্যালয় এবং ক্যানিং-১ বিডিও অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ক্যানিং মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভাবে মাছের ভেড়ি এবং ঘরবাড়ি তৈরি হচ্ছে।
ফলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বাসন্তীর এক বাসিন্দা হাইকোর্টের দ্বারস্থ হয় অবৈধ মাছের ভেড়ি তৈরি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে এ বিষয়ে অভিযোগ নিয়ে। যার ফলে হাইকোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি মাতলা নদীর চর এবং ম্যানগ্রোভ অরণ্য সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। আর হাইকোর্টের নির্দেশে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন।
ইতিমধ্যে মধ্যে ক্যানিং-১ ও বাসন্তী ব্লকে পুলিশ, ভূমি ও ভূমি সংস্কার দফতর,বন দফতর যৌথ অভিযান চালিয়ে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভাবে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগে বেশ কয়েক জনকে পুলিশ গ্রেফতার করে এবং আটক করে বেশ কয়েকটি জেসিবি। আর এই অভিযানে সোমবার ক্যানিং ডাবু এলাকা থেকে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।এমনকি রবিবার মাতলা ব্রীজ এলাকা থেকে রবিবার ১ জনকে গ্রেফতার করা হয় ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভাবে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগে। ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct