জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: অতিমারী করোনা ভাইরাসের দাপটে এবছর করোনা বিধি মেনেই শুরু করা হচ্ছে পুরুলিয়া জেলার ১৫ তম রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব।জানা যায় ২৮ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে এই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব চলবে ৫ দিন ধরে। তবে এবছর যাতে পর্যটকদের জনসমাগম কম হয় সেই লক্ষে এবারের পর্যটন উৎসবে বাইরে থেকে কোনো নামী দামী শিল্পীদের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনা হচ্ছে না। স্থানীয় শিল্পীদের নিয়েই হবে পর্যটন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাশাপাশি প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন জানানোর জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হবে এমনটাই জানা যায় জয়চন্ডী পাহাড় পর্যটন কমিটির সঙ্গে কথা বলে। যদিও এবিষয়ে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সভাপতি তথা রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রশাসক মদন মোহন বরাট বলেন এবছর করোনার জন্য সমস্ত ধরণের স্বাস্থ্য বিধি মেনে স্থানীয় শিল্পীদের নিয়ে ৫ দিন ধরেই চলবে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct