আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চিফ কম্যান্ডার অব দ্য লিজিওন অব মেরিট' সম্মান প্রদান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি এমন একটি সম্মাননা, যা শুধু রাষ্ট্রনেতারাই পান। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে যেভাবে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
হোয়াইট হাউসে মোদির হয়ে এই সম্মানটি গ্রহণ করেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেওয়া হয়েছে এই সম্মান।আগামী মাসে আমেরিকায় প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। এখনও হার না স্বীকার করলেও সরে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার আগে কোয়াড দেশভুক্ত নেতাদের সম্মান জানালেন ট্রাম্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct