আপনজন ডেস্ক: বংশগত একটি রোগের কারণে একই পরিবারের দুই ভাইয়ের হাতের আঙুলে নেই ছাপ। রাজশাহীর পুঠিয়ার অপু সরকারের দুই হাতের আঙুলের দিকে তাকালে যদিও ভিন্ন কিছু মনে হবে না। তবে ২২ বছর বয়সী অপুর জীবন অনেকটা দুর্বিসহ করে তুলছে তার হাতের আঙুল। অপুর দুই হাতের আঙুলে কোনো ছাপ নেই। শুধু তার নয়- তার বাবা, ভাই, জ্যাঠাসহ পরিবারের মোট ছয়জনের আঙুলেই কোনো ছাপ নেই। এক যুগ আগেও এটি হয়তো তেমন কোনো সমস্যা হিসেবেই গণ্য হতো না। তবে গত কয়েক দশকে আঙুলের ছাপের প্রয়োজনীয়তা বেড়েছে বহুগুণে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়, সেটি হচ্ছে আঙুলের ছাপ। এই বিরল বংশগত রোগের নাম অ্যাডারমাটোগ্লিফিয়া।
সুইজারল্যান্ডের একজন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন এবং আরও কয়েকজন গবেষক এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন।ওই গবেষণায় তারা এই বংশগত বা জেনেটিক সমস্যার জন্য দায়ী জেনেটিক মিউটেশনটি শনাক্ত করেন। তাদের গবেষণার সময় পর্যন্ত সারা বিশ্বে মোট চারটি পরিবার শনাক্ত হয়েছিল, যারা বংশগতভাবে এই সমস্যায় ভুগছেন। এর সবগুলোই ছিল এশিয়া মহাদেশের বাইরে। ২০০৮ সালে বাংলাদেশে যখন জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ নেওয়া শুরু হয়। তখন থেকেই অপু সরকার আর তার পরিবারের সমস্যার শুরু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct