আপনজন ডেস্ক: ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিবারের কয়েকজন সদস্য গ্রেফতার হন। অসুস্থ মা জোবেদা খাতুনকে (৮৫) ঘরে একা রেখে গ্রেফতারের আতঙ্কে পালান পরিবারের অন্য সদস্যরা। পুলিশ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মীরশংকর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীরশংকর গ্রামের ব্যবসায়ী আবদুল মনাফের (৩২) পরিবারের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে চাচাতো ভাই শাহিনুর রহমানেরর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১২ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে মনাফ নিখোঁজ হন। এর তিন দিন পর ১৫ ডিসেম্বর পুলিশ শাহিনুরদের বাড়িতে অভিযান চালায়। সেই সময় বাড়ির পিছনের একটি গর্ত খুঁড়ে মনাফের লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে নিহত মনাফের বড় ভাই সাতজনকে আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ শাহিনুর (৪০) ও তাঁর ভাই আতিকুর রহমানসহ (৫০) এজাহারভুক্ত ছয়জনকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মনাফের লাশ উদ্ধারের পর গ্রেফতার আতঙ্কে শাহিনুরদের পরিবারের সদস্যরা জোবেদা খাতুনকে ঘরে একা রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। গতকাল বিকেলে জোবেদার মেয়ে আফসা বেগম মাকে দেখতে এসে বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে ঘরের বিছানায় জোবেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct