আপনজন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ২০২১ সালের আইপিএলে দল বাড়বে। ৮ নয় ১০ দল নিয়ে হবে পরের বারের আইপিএল। তবে এখন জানা গিয়েছে, ২০২১ সালের আইপিএল ৮ দল নিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ২০২২ সালের আইপিএলে নতুন দুটি দল আনা হবে বলে মনে করা হচ্ছে। বিসিসিআই মনে করছে, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা বেশ তাড়াহুড়ো করা হবে।
২০২১ সালের আইপিএলের আগে এখন সাড়ে তিন মাসও সময় নেই। ফলে ধীরে চলতে চাইছে বোর্ড। আহমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমন ভাবনাই চূড়ান্ত হওয়ার কথা জানা গিয়েছে।আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে নতুন দল না এলে বোর্ডের বড় করে নিলাম আয়োজনেরও দরকার পড়বে না। এছাড়া আইপিএলের টাইটেল স্বত্ত্ব আবারও বিক্রি করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। সবমিলিয়ে আগামী আসরে ৮ দল নিয়েই আইপিএল আয়োজনে আগ্রহী বিসিসিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct