আপনজন ডেস্ক: রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পের সুবিধা জনসাধারণকে পাইয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই প্রতিটি শিবিরে অভূতপূর্ব সাড়া মিলছে। ভিড়ে ভিড়াকার। এই কদিনে রেজিস্ট্রেশন করেছেন কোটি খানেক মানুষ। রাজ্য সরকারের এই কর্মসূচি রূপায়ণে যেসব স্বেচ্ছাসেবক-কর্মীরা নিয়োজিত রয়েছেন তাদের জন্য সুখবর বয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করলেন, যে সব স্বেচ্ছাসেবক-কর্মী ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে যুক্ত তাদেরকে দু মাস ৫০০০ টাকা টিফিন ভাতা দেওয়া হবে।
এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, ইতিমধ্যে রাজ্য জুড়ে 'দুয়ারে সরকার' কর্মসূচিতে এক কোটি ১২ লাখ নাম নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, একশো দিনের কাজ, কন্যাশ্রী, ঐক্যশ্রী, কৃষকবন্ধু, রূপশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহারের মতো প্রকল্পে জনগণের তরফে ব্যাপক সাড়া মিলেছে। উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে মুখ্যসচিবের নেতৃত্বে সব প্রিন্সিপাল সেক্রেটারিরা দুর্দান্ত কাজ করেছেন। এই সাফল্যের পিছনে সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবকদের বড় ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তাই এই কর্মসূচি শেষ হলে তাদেরকে একটি শংসাপত্র সঙ্গে সঙ্গে দু'মাস ৫,০০০ টাকা করে টিফিন ভাতা দেওয়া হবে।
অন্যদিকে, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের কাজে যুক্ত প্রানীবন্ধু এবং প্রাণীমিত্রাদের মাসিক ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী জানান, এতদিন প্রাণিবন্ধু এবং প্রাণিমিত্রারা মাসিক ১,৫০০ টাকা ভাতা পেতেন। সেই ভাতা এবার দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ এবার থেকে প্রতি ৩,০০০ টাকা ভাতা পাবেন প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্রারা। সঙ্গে নির্দিষ্ট কাজের জন্য যে মজুরি মিলত, সেটাও পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct