আপনজন ডেস্ক: ম্যাচের ৯০ মিনিট পযন্ত এক গোলে এগিয়ে ছিল এসসি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় অধরা থাকল ইস্টবেঙ্গলের। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল হজম করে জেতা ম্যাচ মাঠে রেখে এলো রবি ফাওলারের দল।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে নিশু কুমারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। জ্যাক ম্যাঘোমার দুর্দান্ত থ্রু ধরে রফিকের শট নিশু কুমারের পায়ে লেগে বল জালে ঢুকে যায়।
ম্যাচের প্রথমার্ধে দাপটের সঙ্গেই খেলে ইস্টবেঙ্গল। আলবিনো গোমসকে তিনকাঠির নীচে ব্যস্ত রাখে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন কেরালা কোচ কিবু ভিকুনা। এতে বদলে যায় ম্যাচের রং। ইস্টবেঙ্গল রক্ষণে কেরালার একের পর এক আক্রমণ আছড়ে পড়ে। জর্ডান মারের অবধারিত গোল সেভ করে ইস্টবেঙ্গলের তিন পয়েন্টের আশা জিইয়ে রাখেন। ইস্টবেঙ্গলের বেশ কিছু বিক্ষিপ্ত আক্রমণ বিপদ ডেকে আনে কেরালা রক্ষণে। তাতেও কোনও গোল আসেনি। অতিরিক্ত সময়ে কর্নার থেকে ভেসে আসা বলে ক্রস তোলেন পরিবর্ত আব্দুল সাহাল সামাদ। সামাদের ক্রস থেকে পরিবর্ত জিকসন সিংয়ের হেড জালে জড়িয়ে যায়। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct