মনজুর আলম, জয়নগর: জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে কৃষকদের সর্বনাশা কালা বিল ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রকাশ্য সমাবেশ হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহুড়ু হাইস্কুল মাঠে। প্রধান বক্তা হিসেবে এদিন উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। তিনি বলেন, এই পশ্চিমবাংলায় তৃণমূল দলকে ভাঙার ক্ষমতা বিজেপির নেই। তৃণমূলের মতো এই কর্তব্যপরায়ণতা ভারতের কোনও দল দেখাতে পারেনি। তিনি আরও বলেন, এই সংখ্যালঘু সমাজকে আরও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ জিজ্ঞাসা করবেন এতদিন তোমরা ধর্মনিরপেক্ষতা কথা, গণতন্ত্রের কথা বলছিলে, এবার আরএসএস-এর গুণ গাইতে হবে। তোমাদের মুখ আর মুখোশ মানুষ বুঝতে পারবে। এই নন্দীগ্রামের আন্দোলনে বিজেপিকে দেখা যায়নি। আন্দোলনের সময় আমি তখন ১৪ বার গিয়েছি সেখানকার মানুষের পাশে দাঁড়াতে। ফের যাব, দেখি কত ক্ষমতা জিতে দেখাক। দেশের জনগণ গণতন্ত্রের পক্ষে, হিন্দু , মুসলিম, শিখ, খিষ্টান, দলিত-আদিবাসী আমরা সকলেই এক ! এই শিক্ষা তৃণমূল কংগ্রেস দিয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপি উস্কানি দিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, বাংলায় এসব হবে না! ইট মারলে পাটকেল খেতে হবে।
রবিবারের এই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি পায়রা উড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে সমাবেশের সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সহসভাপতি আইনজীবী হাফিজুর রহমান, জয়নগর ১ নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি খান জিয়াউল হক, সহ-সভাপতি হাফিজুর রহমান, জয়নগরের তৃণমূল নেতা গৌর সরকার, আনিসুল আলম মোল্লা, গোপাল মাঝি, মনমোহনী বিশ্বাস, জাহাঙ্গীর লস্কর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct