জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া :আসন্ন বিধানসভা বা পুরসভা নির্বাচনে পুরুলিয়া জেলার বিভিন্ন বিধানসভাসহ পুরসভা এলাকার পাশাপাশি ঝালদা পুরসভা এলাকায় ভালো ফল করার লক্ষ্যে এখন থেকেই নিজেদের দলীয় সংঘটনকে চাঙ্গা করতে কোমর বেঁধে নেমে পড়ল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার ঝালদা শহর কংগ্রেস কমিটির ডাকে ঝালদা জুনিয়র হাই স্কুল চত্বরে এলাকায় প্রায় ১৭টি বুথের কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় কংগ্রেসের বার্ষিক কর্মীসম্মেলন করা হয়।পাশাপাশি কংগ্রেস দলের বিভিন্ন স্তরের সংগঠনের কমিটিও তৈরি করা হয় বলে জানা যায়।এদিন এই বার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত কর্মী সামর্থকদের উদ্দেশে ব্যক্তব্য রাখতে গিয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার চার বারের বিধায়ক নেপাল মাহাতো বলেন, ঝালদা বাঘমুন্ডি সহ পুরুলিয়া জেলার বেশ কিছু বিধানসভা এলাকার রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডে ও বিশেষ দুই দলের খাওয়া খাওয়াতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়েছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, কিছু বেকার ছেলে জয় শ্রী রাম করে বিজেপি পার্টি করছে।বছরে ২ কোটি চাকুরি দেব বলেছিল বিজেপি। কিন্তু চাকুরি দেওয়া তো দূরের কথা, চাকরি সংকোচন করছে, চাকুরি কমাচ্ছেন। এদিন কর্মীসভা থেকে নেপালবাবু এক হাত নিতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেসকেও। তিনি তাদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুরুলিয়া জেলার বেকার শিক্ষিত ছেলে মেয়ের জন্য প্রাইমারি চাকুরীর কথা ছাড়ুন, গ্রুপ ডি-র চাকরি, হাসপাতালে ডোমের চাকরি পর্যন্ত পুরুলিয়ার ছেলে মেয়েরা পেল না।পাশাপাশি এদিন এই বার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, পার্শবর্তী ঝাড়খন্ড রাজ্যে যেমন স্থানীয় নিয়ম নীতি মেনে আইন তৈরি করে স্থানীয় ছেলে মেয়েদের স্থানীয় জায়গায় সরকারি চাকরির ব্যাবস্থা করা হয়েছে। আমি যদি পুনরায় ক্ষমতায় আসি আপনাদের কথা দিচ্ছি পুরুলিয়া জেলার ছেলে মেয়েরা তারা নিজস্ব জেলায় চাকরি পাবে তার ব্যবস্থা করব।বিধানসভায় সেই বিষয়টি নিয়ে সরব হয়ে আওয়াজ তুলে আইন সংশোধন করব। এদিনের এই বার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত ছাড়াও পুরুলিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাজীব কুমার সাহু, ঝালদা শহর কংগ্রেস সভাপতি অসীম সিনহা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct