আপনজন ডেস্ক: বিশ্বের নানা দেশে থেকে আগত মহিলা পুণ্যার্থীদের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সৌদি আরব এবার মহিলা কর্মীদের নিয়োগের উপর জোর দিয়েছে। আরবের পবিত্র মসজিদ মক্কার কাবা শরীফে পুণ্যার্থীদের পরিষেবা দিতে এবার নিয়োগ করা হয়েছে প্রায় দেড় হাজার মহিলা কর্মী।
সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কাবা শরীফে যে দেড় হাজার মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে পুণ্যার্থীদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের মধ্যে ৬০০ জনকে নিয়োগ করা হয়েছে কারিগরি বিভাগে। এ ছাড়া জমজমের জল বিতরণ শাখা, বৈদ্যুতিক গাড়ি চালনা, গাইড করা এবং গোয়েন্দা শাখায় এসব নারীকে নিয়োজিত করা হয়।
এ ব্যাপারে সৌদির নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপপ্রধান ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ বলেন, সৌদি সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে সরকার। তাই দুই পবিত্র মসজিদের বিষয়ক মন্ত্রক কাবা শরীফে মহিলা পুণ্যার্থীদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় ১,৫০০ জন মহিলা নিয়োগ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct