আপনজন ডেস্ক: গত কয়েক দিন ধরেই তাপমাত্রা কমে যাচ্ছিল দিল্লিতে। শনিবার তা নামল সব চেয়ে নিচে। চলতি মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা আজ দেখা গেল রাজধানীতে।আজ তাপমাত্রা ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যাবেলা আকাশে মেঘের পরিমাণ একটু বেড়েছে। ফলে তাপমাত্রা আর কিছুটা বাড়ল।আবহাওয়া দফতর সূত্রে খবর, সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ২১ ডিগ্রির কাছাকাছি রয়েছে। লোধি রোড পর্যবেক্ষণ কেন্দ্র ও আয়ানগর পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে আরও কম। এই দুই পর্যবেক্ষণ কেন্দ্রের যথাক্রমে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও ৩.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতর জানাল, পশ্চিম হিমালয়ে তুষারপাত শুরু হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে দিল্লির তাপমাত্রা। জাফরপুর পর্যবেক্ষণ কেন্দ্রে এই মরশুমে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct