আপনজন ডেস্ক: প্রত্যাশামতো ১২৩ তম আইএফএ শিল্ড জিতে ইতিহাস গড়ল রিয়াল কাশ্মীর এফসি। করোনাকালে কাশ্মীরের প্রথম ক্লাব হিসেবে কলকাতায় অনুষ্ঠিত শতাব্দীপ্রাচীন এই টুর্নামেন্ট জিতে নিল তারা। জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিল্ড জিতল রিয়াল কাশ্মীর। এর আগে সেমিফাইনালে মহামেডান স্পোর্টিংকে ৪-০ গোলে বিধস্ত করে ফাইনালে ফেভারিট হিসেবেই পা রেখেছিল ডেভিড রবার্টসনের ছেলেরা। অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে তাল ঠুকছিল ময়দানের ছোট ক্লাব জর্জ টেলিগ্রাফ। কলকাতার দুই প্রধানকে ছাড়া কলকাতার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্ট ঘিরে জৌলুষ খানিকটা কম থাকলেও যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবাসরীয় দুপুরে লড়াই হল হাড্ডাহাড্ডি।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় টিম কাশ্মীর।স্পটকিক থেকে গোল করেন মহামেডানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা নাইজিরিয়ান ফরোয়ার্ড লুকম্যান। গোল খেয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় জর্জ। দশ মিনিট বাদে ম্যাচে ফের লিড নিয়ে নেয় তারা। এবার গোল সেট-পিস থেকে। ফ্রি-কিক থেকে দানিশ ফারুখের ভাসানো বলে ম্যাসন রবার্টসনের হেড জালে প্রবেশ করতেই ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল কাশ্মীর। নজরকাড়া পারফরম্যান্স করেছেন কাশ্মীরের গোলরক্ষক মিঠুন সামন্ত। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পেনাল্টি সেভ করে শেষ অবধি নায়ক বনে যান তিনি।২০১৭ প্রতিষ্ঠা হওয়া কাশ্মীরের ক্লাবটির এটাই প্রথম জাতীয় স্তরের কোনও মেজর খেতাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct