আপনজন ডেস্ক: ফিফা বর্ষসেরার খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওনদোস্কি। যদিও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তাঁর ব্যক্তিগত অর্জনের হিসাবটা ঠিকই সমৃদ্ধ করে চলেছেন। যার ফলও পেলেন হাতেনাতে। আর্জেন্টাইন এই সুপার স্টার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস অ্যাওয়ার্ড'। মাঠের বাইরে দাতব্য কাজে নিজেকে যুক্ত রাখার কারণে বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনার মধ্যে বার্সেলোনা ও আর্জেন্টিনার বহু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রীসহ বহু জিনিসপত্র কিনতে ব্যয় করেছেন মিলিয়ন ইউরো। এছাড়া ‘লিও মেসি ফাউন্ডেশন'-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী সরবরাহ করে তাদেরকে সুশিক্ষা গ্রহনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেই সব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট'নামের একটি সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct