দেবাশীষ পাল, মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে ও মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় মাদকবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হল মোথাবাড়ি থানা এলাকায়। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আনিস সরকার, মালদহের জেলা পুলিশের উদ্যোগে আজ মোথাবাড়ি পুলিশের ব্যবস্থাপনায় এক মাদক বিরোধী পদযাত্রা। থানার সিভিক ভলেন্টিয়ার পুলিশকর্মীদের নিয়ে এই পদযাত্রা করা হয়। মাদকবিরোধী পদযাত্রা এলাকার যে যুবকরা যুবসমাজ মাদক সেবন করে জড়িয়ে পড়েছে তাতে নির্মূল করার জন্যই এই জেলা পুলিশের উদ্যোগ।
এই পদযাত্রা মোথাবাড়ি চৌরঙ্গী থেকে শুরু করে গ্রীন মার্কেট পর্যন্ত এবং শেষে এসে আবার মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বার্তা দেওয়া হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিক সরকার জানান, যারা এই মাদক দ্রব্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি তার মোবাইল নাম্বার জনসাধারণের মধ্যে দেন এই জন্যই যে যারা হয়তোবা ভুল করে এ মাদকদ্রব্য নেশার সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের নেশাগ্রস্ত হয়ে যাওয়া থেকে বেরিয়ে আসার ব্যবস্থা নেবেনএবং সকলের পাশে থাকবেন।
এ পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিক সরকার মোথাবাড়ি থানার ওসি মৃনাল চ্যাটার্জী, মোথাবাড়ি থানার মেজ বাবু চন্দন কুমার দাস সহ পুলিশ অফিসার কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct