আপনজন ডেস্ক: দীর্ঘ আঠাস বছর পর আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ দখল করে নিয়েছে আজারবােইজান। তুর্ক ও রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের দখলে এসেছ কারাবাখ। সম্প্রতি কারবাখের বিস্তীর্ণ অঞ্চল আজারবাইজানের করায়াত্তে আসায় পুনর্গঠনের কাজ শুরু হযেছে। অবরুদ্ধ হয়ে থাকা মসজিদে পুনরায় নামায পাঠ শুরু হয়েছে।
খোদ আজারবাইজানের প্রেসিডেন্ট মসজিদে গিয়ে জুম্মাবারের নামায পড়েছেন। এবার প্রেসিডেন্টের স্ত্রী এবং হায়দার আলিয়েভ ফাউন্ডেশনের প্রধান মেহরবান আলিয়েভার নির্দেশে সিভিল ইঞ্জিনিয়ারের একটি টিম নাগরনো-কারাবাখের মুক্ত অঞ্চলসমূহে ধ্বংস হওয়া ধর্মীয় ভবন ও মসজিদ পুনর্নিমাণের কাজ শুরু করেছেন।
জানা যায়, অস্ট্রিয়ার নির্মাণ সংস্থা আলেলিয়ার এরিক পামার গেসম্বএইচ-এর সভাপতি এরিক পামার আঘদাম মসজিদটি পরিদর্শনকালে এর বর্তমান অবস্থার মূল্যায়ন করেছিলেন। এই প্রকল্পটি দেশী এবং বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সম্পন্ন করা হবে। এর মাধ্যমে নাগরনো-কারাবাখের বিভিন্ন ধর্মীয় স্থানগুলোকে পুনর্জীবিত ও সংস্কার করা হবে। বর্তমানে শুশা ও আগাদম অঞ্চলের মসজিদসমূহ পুনর্র্নিমাণ করা হচ্ছে। এগুলো দীর্ঘদিন দখলে থাকার ফলে প্রায় ধ্বংস হয়েছে গিয়েছে।
উল্লেখ্য, কারাবাখ আজারবাইজানের দফলে আসার পর থেকে আর্মেনীয়রা ওই অঞ্চল ছেড়ে আর্মেনিয়ায় চলে যায়। তাদের এই প্রস্থান প্রায় শেষ। তারপর কারাবাখ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে আজারবাইজান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct