আপনজন ডেস্ক: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন খানিকটা অস্বস্তিতে। প্রথমে শুভেন্দু অধিকারী, তারপর একে একে দল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, বনশ্রী মাইতির বিধায়ক। তাই কালীঘাটে তড়িঘড়ি শুক্রবার কোর কমিটির বিশেষ বৈঠক ডাকেন তৃণমূল সুপিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক ঘন্টা ধরে চলা এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের প্রতি বার্তা দিলেন, যারা দল ছাড়ছেন তারা প্রকৃতপক্ষে দলের বোঝা। তাই তাদের দল ছাড়ায় তৃণমূলের কোনও বিব্রত হওয়ার কারণ নেই। রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূলকে প্রচার চালাতে হবে। ‘দুয়ারে সরকার’, ‘বঙ্গধ্বনি’র মতো বিভিন্ন প্রচার কর্মসূচিকে হাতিয়ার করে জনসংযোগে বাড়িয়ে মানুষের পাশে থাকাতেই জোর দিতে হবে। মা মাটি মানুষের আদর্শেই এগোতে হবে।
এ বিষয়ে দরীয় কর্মীদের উদ্দেশ্যে বলে, ব্যক্তির থেকে দল অনেক বড়। সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকায় ভযের কিছু নেই। সবাই মিলে উন্নয়নের সুবিধা মানুষের কাছে তুলে ধরতে পারলে জয় কেউ আটকাতে পারবে না। আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বেশ কয়েকজন দলীয় বিদায়ক পদত্যাগ করায় যে উদিবগ্ন নন, সেটাই বোঝাতে চান। তার কাছে উন্নয়নই প্রধান হাতিয়ার।
সূত্রের খবর, কালীঘাটের বৈঠকে দলনেত্রী বলেছেন, বিধানসভা নির্বাচনের সময় দলে কে এল, কে গেল তা নিয়ে দল চিন্তিত নয়। গত ১০ বছরে রাজ্যে যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে সেটাকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছনোই এখন দলের লক্ষ্য। ‘দুয়ারে সরকার’, ‘বঙ্গধ্বনি’ প্রভৃতি জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ স্থাপন করে প্রত্যেক মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা জানতে হবে। দ্রুত চেষ্টা করতে হবে তাদের সমস্যার সমাধানের। এসব করে যাচ্ছে তৃণমূল। তাই তাদের জয় নিশ্চিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct