আপনজন ডেস্ক: সকল ধর্ম বিশ্বাসী, বর্ণ, জাতি নির্বিশেষে তাদের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে ট্যুইট করে মমতা বলেন, ‘আজ সংখ্যালঘু অধিকার দিবস। ভারত বৈচিত্র্যের মধ্যেম ঐক্যের ভূমি। সকল ধর্ম, সম্প্রদায়, বর্ণ ও ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। একতাই বল, বিভক্ত আমাদেরকে নিপতিত করে।’
মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান নিয়ে ‘ঐক্যশ্রী’ প্রকল্পের কথা তুলে ধরেন। ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সাল থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ২.০৩ কোটি স্কলারশিপের মাধ্যমে ৫,৬৫৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, যা দেশের মধ্যে সর্বাধিক।
উল্লেখ্য, ‘ঐক্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্করারশিপ দেওয়া হয়ে থাকে। এছাড়া এই প্রকল্পে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দক্ষ ও উন্নত করার লক্ষে প্রশিক্ষণ সহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার ন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct