আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে সরকারি উচ্চপদস্থ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর্। প্রকাশিত হল WBCS-2021 পরীক্ষার বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)এটসেট্রা এক্সামিনেশন ২০২১-এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন ক্যাডারে উচ্চপদস্থ আমলা নিয়োগ হবে।
অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে ২৪ ডিসেম্বর, ২০২০ থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২১। যে কোনও শাখার স্নাতকরা এই রাজ্য সিভিল সার্ভিসে বসতে পারবেন। তবে তাদের বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে (পুলিশ সার্ভিসের ক্ষেত্রে ২০ থেকে ৩৬ বছর)।
তপশিলি জাতি, উপজাতিরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর এবং ওবিসিরা ৩ বছর ছাড় পাবেন। বিশেষ ভাবে অক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত এই পরীক্ষায় বসার যোগ্য। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ- এই তিনটি পর্যায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও বিশদ জানা যাবে https://wbpsc.gov.in/ ওয়েবসাইটে। তবে, শুক্রবার ২.৪৫ পর্যন্ত এই পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি দেখা না গেলেও একটি বাংলা দৈনিকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct