আপনজন ডেস্ক : উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাড়োয়া রোড রেল স্টেশনের সন্নিকট ফ্রন্টপেজ একাডেমিতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, একাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন। তাঁর কথায়, আজ দেশের গণতন্ত্র, সংবিধান ও সংস্কৃতি বিপদের উপর দাঁড়িয়ে আছে। হিংসা ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প গোটা দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। সেই পরিবেশ রোধে শিক্ষার বিকল্প নেই। সঠিক শিক্ষা দিতে শিক্ষকদের আরও মননশীল হতে হবে বলে মত প্রকাশ করেন সিদ্দিকুল্লা। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের আমানত। তাদের সঠিকভাবে লালন পালন করলে আরও সবল ও মজবুত সমাজ গড়ে উঠবে। কর্মশালা শেষে মন্ত্রী এক প্রশ্নের উত্তরে বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা চাইলে সরকারি পাঠাগারগুলি থেকে পাঠ্যবই সংগ্রহ করতে পারবে। সরকারি ও নিবন্ধনকৃত পাঠাগারগুলি প্রতি বছরের মতো এবারও পুস্তক কেনার জন্য অনুদান পাবে। পাঠক সদস্যের অভাব নেই, তবে কর্মী নিয়োগের অভাবে সরকারি পাঠাগারগুলিতে কিছু সমস্যা রয়েছে। সরকার চেষ্টা করছে দ্রুত সমাধান করার।
বৃহস্পতিবারের এই কর্মশালায় রাজ্যের পঞ্চাশটির বেশি বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের তিনশোরও বেশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। করোনা উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে ভার্চুয়াল এডুকেশনের সাফল্য লাভ করা যায় সে বিষয়ে চকবোর্ড সংস্হার দুই প্রশিক্ষক আলোচনা করেন।।প্রশিক্ষক মুহাম্মদ হাসমত আলির একশন প্লান ফর নিউ নর্মাল এডুকেশন বিষয়ে উপস্হাপনার পাশাপাশি তার সাথে প্রশ্ন-উত্তরের মাধ্যমে মত বিনিময় করে কর্মশালায় অংশগ্রহণ কারী শিক্ষক-শিক্ষিকারা।
অন্যদিকে শিক্ষক ও ছাত্র সম্পর্ককে আরও সুন্দর করে গড়ে তুলতে তাদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার পরামর্শ দেন সংস্থার আর এক প্রশিক্ষক গুলজার আহমেদ। তিনি এদিন হাতে কলমে দেখিয়ে দেন কীভাবে এই সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কর্মশালার আয়োজক তথা ফ্রন্টপেজ একাডেমিক চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন, শিশুকে ভবিষ্যতের একজন সুনাগরিক, সুপ্রশাসক এবং সৌভ্রাতৃত্বপৃর্ণ দেশ গড়ে তুলতে শিক্ষকদের সময়োপযোগী শিক্ষা পদ্ধতির প্রয়োগ জরুরি। আর এই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। এদিন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct