সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূমের খয়রাশোল ব্লকের বুধপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধীদের শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। দুয়ারে সরকার কর্মসূচির অঙ্গ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাড়ি বাড়ি ঘুরে আবাস যোজনা, শৌচালয়, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি জিনিসপত্র খুঁটিয়ে দেখে সেই সমস্ত তথ্য সংগ্রহ করে ব্লক স্তরে জমা দেওয়া হবে। প্রতিবন্ধীর ধরন তাদের পারিবারিক কাঠামোগত দিক থেকে শুরু করে অর্থনৈতিক সহ সমস্ত তথ্য সংগ্রহ করা হয়।
এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল অবর বিদ্যালয় চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রশিক্ষক সুজিত ভৌমিক, বুধপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার হাজারী, শিক্ষা বন্ধু মলয় সেন ও সুখেন্দু বিকাশ দত্ত। আজকের ঘটনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান খয়রাশোল চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রশিক্ষক সুজিত ভৌমিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct