আপনজন ডেস্ক: এর আগে ২০১৫ সালে মোদি ঝটিকা সফরে পাকিস্তানে গিয়ে নওয়াজ শরিফের নাতনির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তা নিয়ে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।এদিন ফের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সমবেদনা জানিয়ে চিঠি লিখলেন মোদি।গত মাসে নওয়াজ শরিফের মা বেগম শামিম আখতারের মৃত্যু হয়েছে । সেই কারণেই সমবেদনা জানিয়ে পাকিস্তান মুসলিম লিগের প্রধান নওয়াজ শরিফকে চিঠি দিয়েছেন তিনি।
গত ১১ নভেম্বর নওয়াজ শরিফের মা বেগম শামিম আখতার ব্রিটেনে প্রয়াত হয়েছেন। পরে তাঁর মরদেহ পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং লাহোরের জাতি উমরা এস্টেটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ২৭ নভেম্বরে এক চিঠিতে মায়ের মৃত্যুর জন্য নওয়াজ শরিফকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন, ' আপনার মা বেগম শামিম আখতারের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। তীব্র শোকের এই মুহুর্তে আমার আন্তরিক সমবেদনা আপনার সঙ্গে রয়েছে।'
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন নওয়াজ শরিফ। সেই কারণে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে আলাদা একটি চিঠি দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গৌরব আলুওয়ালিয়া। ১১ ডিসেম্বরের চিঠিতে গৌরব আলুওয়ালিয়া মরিয়মকে লন্ডনে নওয়াজের কাছে মোদির শোকবার্তা জানাতে অনুরোধ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct