আপনজন ডেস্ক: দিল্লিতে হওয়া কৃষক আন্দোলন নিয়ে এরইমধ্যে একাধিক বিজেপি নেতা নানান মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করেছেন, এই আন্দোলনের পিছনে রয়েছে মাওবাদী এবং বামপন্থীরা। কেউ কেউ বলছেন, এর পিছনে রয়েছে টুকরে টুকরে গ্যাং। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হচ্ছে, সেই হিংসায় বিরোধী দলগুলি কৃষকদের দিয়ে এই আন্দোলন করাচ্ছে।
বারেলিতে এক কৃষক সভায় গিয়ে যোগী বলেন, 'ভারত যে এক ভারত, শ্রেষ্ঠ ভারত হয়ে উঠছে তা অনেকের পছন্দ হচ্ছে না, তাই অশান্তি পাকানোর জন্য অনেকে রাজনীতি করছে। সরকার তো এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) ফিরিয়ে নিচ্ছে। তাহলে কেন কৃষকদের ভুল বোঝানো হচ্ছে? আসলে অযোধ্যায় সুবিশাল রামমন্দির নির্মাণ যারা সহ্য করতে পারছে না তারা খেপে গিয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct