আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিনরাতের টেস্টের প্রথম দিনে ভারতের অভিজ্ঞতা খুব একটা সুখকর হল না। ম্যাচের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৩ রান তুলল রবি শাস্ত্রীর শিষ্যরা। আগেই গোলাপি বলে ডে-নাইট টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। আগে ব্যাট করতে নেমে ৩২ রানেই দলের দুই ওপেনারকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে।
ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী শ। মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান ওভারের দ্বিতীয় বলে আউট হন। মিচেল স্টার্কের ১৪৪ কিমির গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে ব্যাটে খোঁচা দিয়ে ক্লিন বোল্ড হলেন তিনি। এরপর ময়ঙ্কের উইকেট ছিটকে দেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্স। তিনি আউট হন ১৭ রান করে।
পর পর দুটি বড় উইকেট হারিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। পূজারা-কোহলির জুটি স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করে। পূজারার উইকেটটি তুলে নেন অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার ন্যাথান লিয়ঁ। মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ৪৩ রানে ফেরেন পূজারা। তাকে হারিয়ে কোহলি তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানাকে নিয়ে লম্বা একটা ইনিংস খেলার পথে এগিয়ে যেতে থাকেন।কিন্তু শতরানের খুব কাছে থাকা কোহলি দুর্ভাগ্যবশত রান-আউট হয়ে যান।
১৮০ বলে ৭৪ রানেই থেমে যায় কোহলির ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছীল আটটি চার দিয়ে।এরপর রাহানে আর হনুমা বিহারীর ব্যাটের দিকে তাকিয়ে ছিল ভারত। কিন্তু রাহানের অবস্থাও পূজারার মতোই হয়। হাফ-সেঞ্চুরির আগেই তাঁকে ফিরতে হয় ড্রেসিংরুমে। সেই স্টার্কের বলে ৪২ রানে এলবিডব্লিউ হন । অন্যদিকে হনুমা বিহারীও ফেরেন ১৬ রান করে। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা (৯) ও রবিচন্দ্রন অশ্বিন (১৫)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct