ওয়াসিফা লস্কর, মন্দিরবাজার: একুশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বিভিন্ন ক্ষেত্র থেকে নানা দাবি উঠতে শুরু করেছে। ফুরফুরার তরুণ পীরজাদা আগেই দাবি তুলেছেন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দরগুলির যেন কমপক্ষে ৮০জন সংখ্যালঘু প্রার্থী দেয়। সেই সঙ্গে তিনি দলিত ও আদিবাসীদের নিয়ে নতুন দল গড়ার ঘোষণা দেন্। কিন্তু বৃহস্পতিবার এদিন দক্ষিন ২৪ পরগনার মন্দির বাজার থানা এলাকার দাদপুরে এক ধর্মীয় সভায় পীরজাদা আব্বাস সিদ্দিকী দাবি করলেন পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদ কোনও মুসলিমকে দিতে হবে।
যদিও এদিনে সভা থেকে বিজেপিকে রাজ্যের জন্য বিপদ আখ্যায়িত করে তার উত্থানকে আটকাতে ফের মহাজোট গড়ার ডাক দেন আব্বাস সিদ্দিকীয়। মূলত বিজেপিকে আটকাতে মহাজোটের আহ্বান করেন তিনি।
ডিসেম্বর মাসেই তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণার কথা বললেও এখনও জানানো হয়নি তার নতুন দলের নাম্। তবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। পাশাপাশি আগামী ২১ শের নির্বাচনে দলিত মুখ্যমন্ত্রী করার কথাও জানান। এ ব্যাপারে বাম কংগ্রেস তৃণমূল সবাইকেই এগিয়ে আসার আহ্বান জানান আব্বাস সিদ্দিকী। এদিনের সভায় প্রায় ১৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে, আব্বাস সিদ্দিকীয় মুখ খোলেননি সদ্য তৃণমূল ত্যাগ করা শুভেন্দু অধিকারীকে নিয়ে। তবে, তিনি বিজেপির বিরুদ্ধে আগরে মতোই সরব হন। সেই সঙ্গে বলেন, সম্প্রীতির পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct