আপনজন ডেস্ক: খুশির খবর দিল হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। তাদের তৈরি কোভ্যাক্সিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে।পাশাপাশি এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এদিন প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করে সংস্থার তরফে জানানো হয়, 'স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। টিকা প্রয়োগে শরীরে আলাদাভাবে কোনও সমস্যা দেখা দিচ্ছে না।প্রথম ডোজ দেওয়ার পর প্রাথমিকভাবে যে অস্বস্তি তৈরি হয়, তা খুবই সামান্য ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সুস্থবোধ করছেন স্বেচ্ছাসেবকরা। শরীরের যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেখানেও তেমন কোনও ব্যাথা নেই। এর আগে আইসিএমআর-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। চলতি মাসের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি কমিটি ভারত বায়োটেককে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত। এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে কোভ্যাকসিন। দেশের ১৮টি জায়গায় প্রায় ২২ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ওই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct