আপনজন ডেস্ক: অবশেষে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার পিঙ্ক বল টেস্ট।যদিও গুরুত্বপূর্ণ এই দিন রাতের টেস্টে নামার আগে যথেষ্ট সতর্ক ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ইতিমধ্যেই ভারতের একাদশ ঘোষনা করেছে নির্বাচক মন্ডলি। যেখানে ওপেনার হিসাবে ময়ঙ্কের সঙ্গে মাঠে নামবেন পৃথ্বি শ। এছাড়া তৃতীয় পেসার হিসাবে যোগ দিচ্ছেন উমেশ যাদব। এই দল নিয়ে আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি। এই টেস্ট ম্যাচটি খেলে দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা বলে।
কোহলির অনুপস্থিতিতে বাকি তিন টেস্টে কে দলকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও সেই প্রশ্নের উত্তরে অধিনায়ক কোহলি সাফ জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট দলকে নেতূত্ব দেবেন অজিঙ্কে রাহানে।রাহানে দলকে সঠিক নেতৃত্ব দেবেন বলে মনে করছেন বিরাট। এদিন এক সাংবাদিক সম্মলনে বিরাট বলেন, 'বহুদিন ধরেই আমার এবং রাহানের মধ্যে বোঝাপড়া খুবই ভাল। আমরা একে-অপরকে বিশ্বাস করি। ও আমাদের দলের শক্তি-দুর্বলতা সম্পর্কে সমস্তটা জানে। ও সঠিকভাবে দলকে নেতূত্ব দিতে পারবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct