আপনজন ডেস্ক: বূহস্পতিবার অ্যাডিলেডে দিনরাতের টেস্ট দিয়েই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের সিরিজ। এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচের দল ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। আর সেটা নিয়েই উঠল একাধিক প্রশ্ন। স্ত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। তাই এই গুরুত্বপূর্ণ সিরিজের মাত্র একটি ম্যাচ খেলতে দেশে ফিরবেন বিরাট কোহলি।বোর্ডের নির্বাচক মন্ডলীর ঘোষিত দল দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কারণ, ওই একাদশে সুযোগ হয়নি রানের মধ্যে থাকা কেএল রাহুল, শুভমন গিল, ঋষভ পন্থের।অথচ অফ ফর্মে থাকা পৃথ্বী শ' দলে সুযোগ পেয়েছেন।
পূথ্বী যতই অফ ফর্মে থাকুক না কেন, তাঁর প্রশংসা শোনা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়। অধিনায়ক কোহলি বলেন, 'পৃথ্বী আন্তর্জাতিক টেস্ট লেভেলে দুরন্ত পারফর্ম করেছে। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলবে সে। পৃথ্বীর এই অগ্রগতি দেখলে সত্যিই ভাল লাগে।' যদিও বিশেষজ্ঞদের প্রশ্ন, রানের মধ্যে রয়েছেন শুভমন গিল এবং কেএল রাহুল। তারা কেন দলের বাইরে? সেখানে পৃথ্বীর ফুটওয়ার্ক নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়া এ'র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও তেমনভাবে রান আসেনি তাঁর ব্যাট থেকে। পৃথ্বীর সমালোচনা শোনা গিয়েছে, সুনীল গাভাসকার এবং অ্যালান বর্ডারেদের মুখেও। তাই পূথ্বীর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অনেকে।
অ্যাডিলেড টেস্টে ভারতীয় দল ৬ ব্যাটসম্যান এবং চার বোলার নিয়ে মাঠে নামছে। ছয় ব্যাটসম্যানের পাশাপাশি ঋষভের জায়গায় উইকেট-কিপার হিসেবে খেলবেন বাংলার ঋদ্ধিমান সাহা। চার বোলারের মধ্যে রয়েছেন অশ্বিন, উমেশ, শামি এবং বুমরাহ। অনেকে মনে করছেন, পিংক বলের কথা ভেবে চার পেসারেই খেলালে ভালো করতেন বিরাটরা। স্পিন বোলিংয়ের প্রয়োজন হলে হনুমা বিহারীকে দিয়ে করানো যেত। সেখানে আলাদাভাবে অশ্বিনকে দলে রাখার কোনও প্রয়োজন ছিল না। এমন আবহে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বিরাটের দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct