আপনজন ডেস্ক: প্রত্যাশা মতো বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন একটা কঠিন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হুগলির দাপুটে তৃণূমূল নেতা ও ডানকুনি পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস মুখোপাধ্যায়কে নিয়ে। এদিন তিনি দলের প্রতি, টিম পিকের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। হুগলীর এই দাপুটে নেতা বলেন, 'বাইরে থেকে কর্পোরেট সংস্থাকে ডেকে এনে দলেরই ক্ষতি হল। দুর্দিনে যাঁরা দলকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাঁরাই আজ দলে অসম্মানিত হচ্ছেন। যখন তৃণমূল তৈরি হয়েছিল তখন একটা শ্লোগানও হয়েছিল, 'অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। আজ সেই তৃণমূলেই একটা শ্রেণি একের পর এক অন্যায় করে যাচ্ছে, দল তার প্রতিবাদ না করে ফুলের মালা দিচ্ছে, প্রমোশন দিচ্ছে। আর যারা প্রতিবাদ করে দলের ভুল দেখিয়ে দিচ্ছে তাঁদের শাস্তির মুখে পড়তে হচ্ছে।' শুভেন্দুর প্রশংসায় তিনি আরও বলেন, 'অন্যায়ের বিরুদ্ধে এখনেও মেরুদণ্ড সোজা করে যিনি রয়েছেন, তিনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু যে পথে হাঁটবেন তাঁর চিন্তাধারাকে অগ্রাধিকার দেব।' এতে তাঁরও দলবদলের জল্পনা তুঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct