আপনজন ডেস্ক: একুশের বিধানসভা ভোটের আগে কেরলের পুর-পঞ্চায়েত ভোটকেই সেমিফাইনাল হিসাবে দেখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সেমিফাইনালে বাজিমাত করল বামেরা। বুধবার নির্বাচনী গণনার পর অবশেষে জয় সুনিশ্চিত হতেই এবার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন সিপিআইএম নেতা তথা কেরলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। নির্বাচনী ফলাফলে গোটা কেরল জুড়েই ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের জয়জয়কার। ৯৪১টি আসনে ৫০০টির বেশি জিতেছে তারা। পাশাপাশি ৬টি কর্পোরেশনের ৪টি, ১৪টি জেলা পঞ্চায়েতের ১০টি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ১১২টি এসেছে এলডিএফ-র দখলে।
সামগ্রিক ভাবে ৯৪১টি আসনের মধ্যে ৫১৪টি পেয়েছে বাম জোট, ৩৭৭ টি পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৫টি, এবং বাকী ২৯ টি আসন গিয়েছে অন্যান্যদের দখলে। পাশাপাশি ত্রিচুর, এর্নাকুলাম, কোট্টায়মের মতো কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বামেরা। এখান থেকেই পরিষ্কার গত লোকসভা ভোটের পর থেকেই রাজ্যজুড়ে ফের জনপ্রিয়তা বেড়েছে বাম দলগুলির। ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়েও গোটা রাজ্যব্যাপী ধরাশায়ী বিজেপি শিবির। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ১৫৯৬২টি ওয়ার্ড, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ২০৮০টি ওয়ার্ড, ১৪টি গ্রাম পঞ্চায়েতের ৩৩১টি ডিভিশনে ভোট হয় মোট তিন দফায়। ভোট হয় ৮৬টি পুরসভার ৩০৭৮টি ওয়ার্ড ও ৬টি পুরনিগমের ৪১৪টি ওয়ার্ডেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct