আপনজন ডেস্ক: সৌদি আরবে করোনা সংক্রমণের জন্য এ বছর হজ হয়েছে খুবই স্বল্প পরিসরে। বিশ্বের বিদেশিদের হজ এবার বন্ধ করে দেওয়া হয় করোনার জন্য। এমনকী করোনা স্রোত থাকায় সৌদির বিভিন্ন মসজিদ বন্ধ করে রাখা হয়। লকডাউন ঘোষণা হয় সারা দেশেজুড়ে। প্রথমে দুটি পবিত্র মসজিদ খুলে দেওয়া হয়। কাবা শরিফ ও মসজিদে নববীতে সামাজিক দূরত্ব ও করোনা বিধি মেনে প্রবশে চালু হয়। তারপর উমরাহ চালুও হয়েছে। কিন্তু লকডাউন সময়ে কাবা শরীফের মসজিদুল হারামের সম্প্রসারণ ও প্রবেশ দ্বার নির্মাণ কাজ খুবই দ্রতুভাবে ইগয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক দফতর।
এ ব্যাপারে মসজিদুল হারাম কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল হারামের শাহ আবদুল আজিজ গেটে নির্মিত মিনারগুলোর ৪৫ ভাগ এবং ওমরাহ গেটের ৪২ ভাগ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে লকডাউনের মধ্যে। সাবাক মসজিদে হারামের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আম্মার মুহাম্মদ আল আহমাদি জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে হজ-উমরাহ আদায় এবং মসজিদুল হারামে প্রবেশ সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞার পর থেকে মসজিদে হারামের নির্মাণ কাজ চলেছে পুরোদমে।
সারা বছর প্রায় পুণ্যার্থীরা আসতে থাকায় এখানে নির্মাণ কাজ সেভাবে দ্রুত করা যায় না। মানুষের অনুপস্থিতির জন্য নির্মাণ কাজের সুবিধা হয়। নির্মাণ শ্রমিকরা কোনো ধরনের বাধা বা অসুবিধার মুখোমুখি হয়নি এবং ভারী মেশিনপত্র চলাচলেও কোনো বিঘ্নতা সৃষ্টি হয়নি।
ইঞ্জিনিয়ার আম্মার মুহাম্মদ আল আহমাদী আরও বলেন, মসজিদে হারামের নবনির্মিত পিলার নির্মাণ এবং আশপাশের বিভিন্ন স্থাপনা নির্মাণের ৯০ ভাগ আর বিভিন্ন ভবনের ছাদের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে লকডাউনে। এছাড়াও বাবে ইসমাঈলের দক্ষিণাংশে চলমান নির্মাণ কাজ খুব দ্রুতই শেষ হবে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct