আপনজন ডেস্ক: সমগ্র বিশ্বে এখন করোনা প্রতিষেধক কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তাই দেশে এখন কোনো চিকিৎসক দাবি করতে পারবেন না যে তিনি কোভিড-১৯ মুক্ত করে দিতে পারেন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক রায়ে এ কথা জানিয়েছে।
বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, যখন সতর্কীকরণ হিসেবে বিজ্ঞাপন নিষিদ্ধ তখন হোমিওপ্যাথি কিংবা অন্য চিকিৎসকদের এ প্রসঙ্গে দাবি করার প্রাসঙ্গিকতা নেই যে তারা কোভিড-১৯ রোগ মুক্ত করেন।
সুপ্রিম কোর্ট কেরল হাইকোর্টের এক বক্তব্যের সঙ্গে একমত হয়নি। কেরল হাই কোর্ট বলেছিল কোনো আয়ুশ চিকিৎসক কোভিড-১৯ রোগ মুক্ত করেন এমন বিজ্ঞাপন দিলে বা প্রেসক্রাইব করলে তাদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়ার পথ খোলা আছে।
যদিও সুপ্রিম কোর্টের গঠিত বেঞ্চ অবশ্য বলেছে কেরল হাই কোর্টের এই ভাবনা সঠিক ছিল যে, কোনো চিকিৎসক কোভিড-১৯ মুক্ত করেন এমন দাবি করতে পারেন না। সেই যুক্তিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট একই রায় দিল যে কোনো চিকিৎসক কোভিড-১৯ মুক্ত করার দাবি করতে পারবেন না।
২১ আগস্ট কেরল হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন সদ্ভাবনা মিশন স্কুল অফ হোমিওপ্যাথি ফার্মাসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct