ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনকমতে শুরু করেছিল। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম গোষ্ঠীর এক সমীক্ষায় দেখা গেছে, সেই জনপ্রিয়তা একেবারেই তলিানিতে ঠেকতে শুরু করেছে। সম্প্রতি মার্কিন ইংরেজি দৈনিক ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের একটি যৌথ জনমত সমীক্ষা চালিয়েছিল্ ওই সমীক্ষা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এখন হ্রাস পেয়েছে ৬০ শতাংশ। গত ২৬ থেকে ২৯ আগস্টের মধ্যে চলা এই সমীক্ষায় দেখা যাচ্ছে বেশিরভাগ মার্কিন নাগরিকই প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে মতপ্রেকাশ করেছেন।৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করছে মার্কিন কংগ্রেসের উচিত ট্রাম্পের বিরুদ্ধে এখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করা। মাত্র ৪৬ শতাংশ নাগরিক মনে করেন কংগ্রেসের এ ধরনের কোন পদক্ষেপ নেয়া উচিত নয়। উল্লেখ্য, এর আগে চালানো কোন সমীক্ষাতেই ট্রাম্পের উপর নাগরিকদের আস্থা এতটা নীচতে নামেনি। নামেনি ৫০ শতাংশেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct