আপনজন ডেস্ক: দামে কম, কাজ সহজ করে এবং সবসময় হাতে কাছে থাকা এই সাবানগুলো অনেক কিছু পরিষ্কারে কার্যকর হলেও, সবকিছুতে তা ব্যবহার করা উচিত নয়। বাসন ধোয়ার এই সাবানগুলো আসলে একধরনের ডিটারজেন্ট। সাবানের সঙ্গে এর তফাৎটা হল, সাবান ময়লা ও তেলকে আবদ্ধ করে ফেলে যাতে বহমান জলে তা ধুয়ে যায়। অপরদিকে ডিটারজেন্ট ময়লাকে ভেঙে ফেলে যাতে যে বস্তুটি পরিষ্কার করা হচ্ছে তাতে সহজে ওই ময়লা গিয়ে বসতে না পারে। সাবানের তুলনায় ডিটারজেন্ট বেশি শক্তিশালী। আর তাই কিছু জিনিস পরিষ্কারের ক্ষেত্রে ডিটারজেন্ট ক্ষতিকর হতে পারে। আসবাব থেকে ঘরের মেঝে পর্যন্ত বিভিন্ন স্থানে কাঠের ব্যবহার হয়। যথেষ্ট শক্তপোক্ত হলেও পরিষ্কার পদ্ধতির ভুলে তা নষ্ট হতে পারে সহজেই। কাঠের যেকোনো কিছু পরিষ্কারের আগে ঝেড়ে নিতে হয় যাতে তার ওপর কোনো ধুলাবালির কণা না থাকে। এবার পরিষ্কারক দ্রবণে ভেজানো কাপড় দিয়ে তা পরিষ্কার করতে হবে। আর সেখানো বাসন পরিষ্কারক কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। পোষা প্রাণীর স্নান ডিটারজেন্ট দিয়ে না করানো উচিত।পোষা প্রাণীগুলো গায়ে বিভিন্ন জিনিস মেখে আসে। এছাড়াও পোষা প্রাণীর গায়ের তেল, পশম সব একত্রিত হয়েও বেশ দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়। তবে এদের গোসল করাতে কখনই বাসন ধোয়ার সাবান ব্যবহার করা উচিত হবে না। এমন নয় যে ব্যবহার করলে বিশাল কোনো কাণ্ড ঘটে যাবে, তবে বাসন ধোয়ার সাবান অত্যন্ত শক্তিশালী পরিষ্কারক হওয়ায় তা নিয়মিত ব্যবহার করতে পোষ্যের ত্বক প্রচণ্ড শুষ্ক হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct