আপনজন ডেস্ক: বঙ্গবন্ধু টি-২০ কাপের একটি ম্যাচে সতীর্থের সঙ্গে মারমুখী আচরণের শাস্তি হিসেবে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মুশফিকুর রহিমকে। এক বিবূতিতে বিসিবি জানায়, মুশফিক খেলার মধ্যে নিজ দলের খেলোয়াড়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছে বলে দেখা গিয়েছে।মুশফিকের আচরণে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।চার ডিমেরিট পয়েন্ট হলে মুশফিককে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। এই ঘটনায় মুশফিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছে। মুশফিকের আচরণ বিসিবির আচরণবিধির লেভেল-১ এ পড়েছে এই ক্ষেত্রে শাস্তি আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা পর্যন্ত হয়ে থাকে।
মাঠে উপস্থিত আম্পায়ার গাজী সোহেল এবং মাহফুজুর রহমান এবং তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি রকিবুল হাসান এই শাস্তি দেন মুশফিকুর রহিমকে। এমন অবস্থায় এদিন ক্ষমা চেয়ে বিবৃতি দেন মুশফিকুর রহিম। তিনি লেখেন, 'প্রথমত আমি গতকালের ম্যাচে যে ঘটনা ঘটেছে তার জন্য ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।' ওই পোস্টে তিনি ঢাকার দলের খেলোয়াড় নাসুম আহমেদের সঙ্গে একটি ছবি দেন। মুশফিকুর রহিমের এই ক্ষমা প্রার্থনা সোমবার ক্রিকেট মাঠে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। তিনি আরও লেখেন, 'আমি আমার সতীর্থ নাসুম আহমেদের কাছে ইতিমধ্যে ক্ষমা চেয়েছি। আমি সর্বশক্তিমানের কাছেও ক্ষমাপ্রার্থী। আমার অঙ্গভঙ্গি গ্রহণযোগ্য ছিল না। আমি কথা দিচ্ছি মাঠে বা মাঠের বাইরে আমি এমন আচরণের পুনরাবৃত্তি করবো না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct