আপনজন ডেস্ক: জেপি নাড্ডা, মোহন ভাগবতের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গ সফরে আসবেন। বাংলার হাল হকিকত দেখবেন এবং বুঝবেন। অমিত শাহ বাংলায় আসছেন ১৯ তারিখ। বঙ্গ বিজেপি নেতাদের বক্তব্য, বাংলায় নির্বাচনে জেতার চাবিকাঠি মূলত অমিত শাহর হাতেই। অমিত শাহ মেদিনীপুরে সভা করবেন যেটা এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দুকে নিয়ে ভাল অথবা খারাপ সিদ্ধান্ত হয়তো আসবে অমিত শাহ বাংলায় আসার পরেই । সে দিকে চোখ আছে প্রত্যেকের ।
কয়েক দিন আগে মেদিনীপুরে সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অমিত শাহ বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখছে না । এদিকে অমিত শাহর উত্তর ২৪ পরগনায় সভা করার কথা ছিল। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের সঙ্গে কথা বলার কথা ছিল। কারণ সুযোগ এটাই মতুয়াদের মন বুঝে নেওয়ার। কিন্তু হঠাৎ কর্মসূচী বদল করেছেন অমিত শাহ। মতুয়াদের সঙ্গে তিনি আপাতত দেখা করছেন না বলেই খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct