আপনজন ডেস্ক: সৌদি আরবে উমরাহ পুনরায় চালু হওয়ার পর থেকে দুটি পবিত্র মসজিদ বিষয়ক ধর্ম মন্ত্রণালয় থার্মাল ক্যামেরার মাধ্যমে প্রায় ৪০ লক্ষ মানুষের তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে কাবা শরীফে। করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ রুখতে মুসল্লিদের জ্বর আছে কিনা যাচাই করতে কাবা শরীফের প্রবেশদ্বারে মোট ২৫টি ক্যামেরা বসানো হয়েছে।
এ জন্য শতাধিক কর্মচারীকে থার্মাল ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি ৬ মিটার দূরের তাপমাত্রা রেকর্ড করতে পারে। দর্শনার্থীদের প্রবেশপথে জীবাণুনাশক ছড়িয়ে দেওয়া হয়।
দুটি পবিত্র মসজিদ বিষয়ক সর্বোচ্চ ধর্ম মন্ত্রণালয় পুণ্যার্থীদের রক্ষার জন্য কঠোর স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মন্ত্রক বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ পথের ব্যবস্থা করেছে এবং অতিবেগুনী স্যানিটাইজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন নয়টি পরিষ্কারকরণ ফিল্টার ব্যবহার করা হবে। ২০০ টিরও বেশি হ্যান্ড-স্যানিটাইজিং ডিভাইসগুলি মসজিদ জুড়ে রাখা হয়েছে।
স্বাস্থ্য সতর্কীকরণে ওয়াটার কুলার এবং পুনঃব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে ধর্ম মন্ত্রণালয় প্রতিটি পুণ্যযাত্রীকে নির্দিষ্ট সংখ্যক জমজমের জলের বোতল দেওয়ার বন্দোবস্ত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct