আজাহারউদ্দিন, খানাকুল: হুগলির খানাকুল বিধানসভা জুড়ে বিভিন্ন এলাকায় বঙ্গধ্বনি যাত্রার অংশ হিসেবে সরকারি রিপোর্ট কার্ড ও উন্নয়নের খতিয়ান তুলে ধরার কাজে ব্যস্ত হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি নজিবুল করিম। প্রচার কাজে নেমে তিনি জানতে পারেন যে, খানাকুল ১নং ব্লক কিশোরপুর শিবতলা এলাকার মৃত সঞ্জিত বটব্যালের দুই অনাথ পুত্র ও তাঁর পরিবারকে অসহায় অবস্থার মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। এই দেখে নজিবুল করিম পিতৃহারার দুই পুত্র বিশ্বজিৎ বটব্যাল ও সৌরজিৎ বটব্যালের পড়াশুনা ও পারিবারিক দায়িত্ব নিজের কাধে তুলে নেন।
এদিন তৎক্ষণাৎ ওই পরিবারের হাতে আর্থিক সহায়তাও প্রদান করেন। পাশাপাশি পরিবারের সদস্যাকে সরকারি সাহায্য, সহযোগিতা করারও আশ্বাস দেন। নজিবুল করিম বলেন, রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার হাজির। সাধারণ মানুষ এর সুবিধা যেন পায় এবং সরকারের দশ বছরে কী কি কাজ হয়েছে সে তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। প্রচারের সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী হোসেন, ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, পঞ্চায়েত সদস্য আজিজুল আলি মল্লিক, তৃণমূল নেতৃত্ব-কর্মীবৃন্দ। মুন্সী নজিবুল করিম বলেন, পিতৃহারা সন্তানদের পাশে থাকার দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি। সারা বছর মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, বিবাহ, গরিব-দুস্থ মানুষের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছি। মহান স্রষ্টার দরবারে এই কাজ গৃহীত হবে। কারণ, মানব সেবার চেয়ে বেশি কিছু না। মানবতা হল আসল পরিচয়। তাঁর এই মহানুভবতাকে সকলেই সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct