আল আমিন: ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছিল মহিলা বিশ্বকাপের ১২ তম আসর। ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল মহিলা বিশ্বকাপ। কিন্তু 'বিশ্বজুড়ে করোনা মহমারীর প্রভাব বিস্তার করার কারণে আইসিসি খেলাটিকে একবছর পিছিয়ে দেয়। ফলে ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত হতে চলেছে মহিলা বিশ্বকাপের ১২ তম আসর।
মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর সূচি ঘোষণা করল আইসিসি। ৪ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হবে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ওভালে প্রথম ম্যাচে মাঠে নামছে আয়োজক দেশ নিউজিল্যান্ড। প্রথম দিন নিউজিল্যান্ড কোয়ালিফারারে উত্তীর্ণ দলের সঙ্গে ম্যাচ খেলবে।
বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্লু ব্রিগেড ৬ মার্চ কোয়ালিফায়ারে উত্তীর্ণ দলের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০১৭ তে বিশ্বজয়ের খুব কাছে এসে খেতাব হাত ছাড়া হয়েছিল ব্লু ব্রিগেডের, সেই আক্ষেপ ভুলে, নিউজিল্যান্ডের মাটি বিশ্বকাপের খেতাব নিজেদের নামে করার আপ্রাণ চেষ্টা করবে ব্লু ব্রিগেডে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct