আপনজন ডেস্ক: মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এবার শূদ্রদের নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে। রবিবার মধ্যপ্রদেশের শেহরে এক অনুষ্ঠানে ধর্মশাস্ত্র নিয়ে বলতে গিয়ে বলেন, নিম্ন বর্ণের 'শূদ্র'রা কিছুই বোঝে না। তারা না বোঝার কারণে নিজেদেরকে খারাপ মনে করে।
এ ব্যাপারে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, একজন ক্ষত্রিয়কে ক্ষত্রিয় বললে তারা খারাপ ভাবে না। একজন ব্রাহ্মণকে আমরা ব্রাহ্মণ বলে ডাকলে খারাপ ভাবে না। বৈশ্যকে বৈশ্য বলে ডাকলে খারাপ মনে করে না। কিন্তু শূদ্রকে শূদ্র বলে ডাকলে তারা নিজেদের খারাপ ভাবে। এর কারণ কি তা নিয়ে প্রজ্ঞা সিং বলেন, এর কারণ হল তারা কিছু বোঝে না।
জঙ্গি হিসেবে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের এই মন্তব্য নিম্ন বর্ণ বিশেষ করে দলিতদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর ২০১৯ লোকসভা নির্বাচনে ৩.৬৪ লাখ ভোটে পরাজিত করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে। তবে, প্রজ্ঞা সিং প্রায়ই নানা উত্তেজক কথা বলে বিতর্ক সৃষ্টি করে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct