আপনজন ডেস্ক: জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক'-র বেশ কিছু শব্দ পাল্টে ফেলার দাবি তুললেন বিজেপি নেতা সুব্রহ্ম্যণম স্বামী। তার এই প্রস্তাব নিয়ে বিতর্কও চরমে পৌঁছেছে। তিনি বলছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটির কিছু অংশ বদলে দিয়ে সেখানে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ গানটি যে আকারে গাইত সেটি ব্যবহার করা উচিত।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এই দাবি-সংবলিত চিঠির প্রাপ্তি স্বীকার করার পর স্বামী এখন বলছেন, ' আগামী ২৩শে জানুয়ারি সুভাষ বোসের জন্মবার্ষিকীর আগেই এই পরিবর্তন বাস্তবায়িত হোক। ' ভারতে ইতিহাসবিদ ও গবেষকরা অবশ্য অনেকেই জাতীয় সঙ্গীতে কোনো পরিবর্তন আনার পক্ষপাতী নন। রবীন্দ্রনাথের লেখা যে জনগণমন অধিনায়ক গত একাত্তর বছর ধরে ভারতের জাতীয় সঙ্গীত, সুব্রহ্মণ্যম স্বামী তাতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই। গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, 'সুভাষ বোসের আইএনএ বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ ১৯৪৩ সালের ২১শে অক্টোবর ইম্ফল দখল করে ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ‘জনগণমন'-র যে রূপটি গেয়েছিল, সেটিকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct