আপনজন ডেস্ক: আমেরিকার ট্রেজারি ও বাণিজ্য অধিদপ্তদরের অভ্যান্তরীণ ই-মেইলে গোয়েন্দা নজরদারি করেছে হ্যাকাররা। মনে করা হচ্ছে তারা রাশিয়ার হয়ে এই কাজ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, 'যাদের এসব হ্যাকিংয়ে কাজে লাগানো হয়েছে তারা বিশাল একটি চক্রের অংশ। 'এই হ্যাকিংয়ের ঘটনা এতটাই স্পর্ষকাতর যে, হোয়াইট হাউজে বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভেতরের কেউ এই ঘটনার সাথে জড়িত। মার্কিন কর্মকর্তারা বাণিজ্য অধিদপ্তরের বিষয়ে স্পষ্টাস্পষ্টিভাবে কিছু বলেননি। তবে বাণিজ্য অধিদপ্তরের একটি সংস্থায় ত্রুটি আছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। তারা সাইবার ও অবকাঠামোর সাথে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এবং এফবিআইকে তদন্তের জন্য বলেছে। জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র জন উলিয়ট বলেন, 'এই ধরনের পরিস্থিতির কারণ এবং তার প্রতিকারের জন্য সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।' মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এখনও চিহ্নিত করেনি কারা এ হ্যাকিংয়ের সাথে যুক্ত্। কিন্তু তিনজন লোক যারা এ তদন্তের সাথে জড়িত তারা বলছেন, 'এ সাইবার হামলার জন্য এখন রাশিয়াকেই দায়ী ভাবা হচ্ছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct