আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও আরো কিছুদিন তিনি প্রেসিডেন্ট পদে। এখনো জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেননি। বিদায় কালে ট্রাম্প তার আক্রোশ মনোভাব প্রয়োগ করলেন এবার তুরস্কের উপর। তুরস্কের অপরাধ তারা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনেছে। তার জেরে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে ফের চিড় ধরল।
এ ব্যাপারে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রক বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থি এবং এই জোটের সদস্যদেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ার সময় থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে আসছেন। সেজন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রক সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হল। নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনোকিছু আমদানি করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct