আপনজন ডেস্ক : গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল কিংবদন্তী দিয়াগো মারাদোনা। ৮৬-র বিশ্বকাপ জয়ের নায়ককে শ্রদ্ধা জ্ঞাপন চলছে বিশ্বের সর্বত্রে। অন্যদিকে, ক্রমশ ঘনীভূত হচ্ছে মারাদোনার মৃত্যু রহস্য। এর আগে মারাদোনার মৃত্যুর জন্য তার চিকিৎসক লিওপল্ডো লুকের গাফিলতির অভিযোগ উঠেছিল। যার ফলে লিওপল্ডোর বাড়িতে পুলিসি তল্লাশি চালানোর পাশাপাশি তাকে জেরা করা হয়।এবার মারাদোনার মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল ফুটবল কিংবদন্তীর মনোবিদ অগাস্টিনা কোসাচেভের। ঘটনায় ইতিমধ্যেই কোসাচেভের বাড়িতে ও ক্লিনিকে তল্লাশি চালিয়েছে। কোসাচভের মোবাইল ফোনও বাজেয়াপ্ত আর্জেন্টাইন পুলিস। জেরার মুখে পড়তে হয়েছে অগাস্টিনা কোসাচেভকে। মারাদোনাকে তিনি কি কি ওষুধ দিতেন জেরায় জানতে চাওয়া হয়। ঘটনায় সরকারি বিবৃতিতে কোসাচেভ বলেছেন, 'দিয়েগো আমার খুব ভাল বন্ধু ছিল। সব সময় চেষ্টা করেছি ও যাতে কোনওরকম মানসিক চাপে না ভোগে।' কোসাচেভের আইনজীবী বলেন, 'মারাদোনাকে যা ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো থেকে কারও শারীরিক অবস্থার অবনতি হতে পারে না। পুলিশকে সব রকমের সহযোগিতা করছে কোসাচভ।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct