আপনজন ডেস্ক: মানবাধিকার সংগঠন এপিসিআর-এর উদ্যোগে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ ‘মানবাধিকার রক্ষায় আমাদের দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। এই গোলটেবিল বৈঠকে যোগদান করেন রাজ্যের মানবাধিকার সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোলটেবিল বৈঠকের সূচনা করে এপিসিআর এর রাজ্য আহবায়ক আব্দুস সামাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে সেই প্রেক্ষাপটেই এপিসিআর রাজ্যজুড়ে মানবাধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করছে। এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে মানব অধিকার রক্ষায় যাতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা যায় এবং অধিকার রক্ষায় পথে নেমে কাজ করার লক্ষ্যে এই গোলটেবিল বৈঠক। আজকের গোলটেবিল বৈঠকে আলোচনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা আব্দুর রফিক, সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি ইন্তাজ আলী শাহ, অধ্যাপক ইমানুল হক, বিশ্বকোষ পরিষদের সম্পাদক পার্থ সেনগুপ্ত মহাশয়, বিওপি শাহ, ওঙ্কার চ্যানেল-এর চেয়ারম্যান পি.আর গোয়েঙ্কা, সাংবাদিক সোনা বন্দ্যোপাধ্যায়, মীযান পত্রিকার সম্পাদক ডা. মশিহুর রহমান, এপিসিআর-এর রাজ্য ফাইন্ডিং কো-অর্ডিনেটর ইমতিয়াজ আহমেদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট তীর্থ সুন্দর বিশ্বাস, জামাআতের রাজ্য সম্পাদক মসিউর রহমান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শাদাব মাসুম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct