জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া: দীর্ঘ দিন ধরে পুরুলিয়ার ঝালদা ১ নং ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণের কর্মরত অধিকারীকেরা দালাল চক্রের মাধ্যমে টাকা পয়সার বিনিময়ে সাধারণ মানুষের কাজ কর্ম করছিলেন বলে অভিযোগ এলাকার সাধারণ মানুষের। সম্প্রতি মাস কয়েক আগে স্থানীয় এক সিপিআইএম নেতা তাঁর নিজের ফেইসবুক একাউন্টে পোস্ট করে ঝালদা বাসীর কাছ থেকে জানতে চেয়েছিলেন "ঝালদা ভূমি দফতরের বিএলআরও-র কাজ কর্ম সম্পর্কে ঝালদা বাসীর অভিজ্ঞতা কেমন ?" আর সেই পোস্ট কে ঘিরে দিন দুই সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এই পোস্টটিকে ঘিরে ঝালদা ১ নং ব্লক এলাকার মানুষ জন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের ক্ষোভ উগরে দিয়ে কেউ কেউ লিখেছিলেন "অর্থ লুট হচ্ছে ,এজেন্ট না ধরলে কাজ হয় না ,শুধু পয়সার খেলা চলছে ,ঘুষ নিচ্ছে আবার কেউ বা লিখেছিলেন পায়সা ফেক তামাসা দেখ ইত্যাদি"। তারপর কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকেও ডেপুটেশন দেওয়া হয় এই অফিসে দুর্নীতি রোখার দাবি নিয়ে। এতো সবের পরও সাধারণ মানুষজনের কথা না ভেবে নিজের ইচ্ছা মতো ভাবেই কাজ করে যাচ্ছিলেন কর্মরত আধিকারিকেরা বলে অভিযোগ সাধারণ মানুষের। অবশেষে সোমবার ঝালদা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ খেত মজুর কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি সাক্ষাৎকারের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হল সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অধিকারিককে। যদিও এদিন তিনি উপস্থিত ছিলেন না বলে জানা যায়, তবে তার পরিবর্তে ডেপুটেশন নেন ভারপ্রাপ্ত আধিকারিক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করে বলেন, দীর্ঘ দিন ধরে বিএলআরও অফিসে দুর্নীতি বন্ধ করতে বাম, কংগ্রেস, বিজেপি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন বারে বার সরব হয়েছে। কিন্তু কাজের কাজ যেন কিছুই হয়নি। এদিন শাসক দলের তৃণমূল খেত মজুর কমিটির প্রতিনিধি মূলক সাক্ষাৎকার ডেপুটেশনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগদীশ মহাত, তৃণমূল কিষাণ খেত মজুর কমিটির ঝালদা ১ নং ব্লক সভাপতি বিরাজ মাহাতো ,ঝালদা ১ নং ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি পরেশ কুমার প্রমুখ। এবিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে কমিটির সভাপতি গুরুপদ টুডুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি তাঁর জানা ছিল না। তবে খুব গুরুত্ব সহকারে খোঁজ খবর নিয়ে দেখবেন এবং প্রয়োজনে ব্যবস্থাও নেবেন। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে ফোন করে জানতে চাওয়া হলে তিনি বলেন ,বিষয়টি আমার জানা ছিল না। তবে যা দেখার আমি খোঁজ নিয়ে দেখছি অভিযোগ সত্য হলে যথাযথ আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct